অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে ঠাকুরগাঁওয়ের বড় মাঠের শহীদ মিনারে।
ঠাকুরগাঁয়ের বড় মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা আয়োজনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা করেছেন শতশত মানুষ। 1952 সালের একুশে ফেব্রুয়ারির এই দিনে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন রফিক জব্বার বরকত সহ আরো অনেকে ।তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য দেশের মানুষ শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে তাদের স্মরণ করছে। একুশের প্রথম প্রহরে থেকে শুরু মানুষের কণ্ঠে শুধু গাইছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি ।তেমনি ঠাকুরগাঁওয়ের বড় মাঠে সর্বস্তরের মানুষ একুশের প্রথম প্রহরে থেকে সকাল পর্যন্ত পুষ্পস্তবক দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে। এখানে প্রথমে মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব রমেশ চন্দ্র সেন এমপি সহ জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ প্রেসক্লাব কবি সংসদ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন ।একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং গৌরব উজ্জ্বল দিন ভাষার জন্য যারা আত্মোৎসর্গ করছেন আমরা তাদের কোনদিন ভুলবো না। আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.