• খুলনা বিভাগ

    অভয়নগরে ৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার।

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২২ , ৪:২২:৪৩ প্রিন্ট সংস্করণ

    প্রণব মন্ডল-অভয়নগর (যশোর) প্রতিনিধি:

    যশোর জেলার অভয়নগর থানার অন্তর্গত চেঙ্গুটিয়া বাজার।চেঙ্গুটিয়ার বাবলাতলা বাজার থেকে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ।যশোরে অভয়নগর থানার অফিসার ইনচার্জ একে এম শামীম হাসান সাহেবের সাবির্ক তত্ত্বাবধানে এস .আই . মো: রিয়াজ হোসেন ,এস.আই .মো: উজ্জল হোসেন,এ.এস.আই. মো: আহসান হাবীব ,এ.এস.আই. মো: মিলন আলী সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদক উদ্বার ,সন্এাস নিমূর্লের বিশেষ ডিউটি করাকালীন ইং ১৬/০৪/ ২০২২ তারিখ সকাল ০৬.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১. মো: মুরাদ হোসেন (২৭) ,পিতা- মৃত আঃ সামাদ ,২. মোঃ অহিদুল ইসলাম (৩০),পিতা- মৃত খালেক তরফদার ,উভয় সাং- চেঙ্গুটিয়া ,থানা- অভয়নগর ,জেলা- যশোর।অভয়নগরের চেঙ্গুটিয়া গ্রামের বাবলাতলা বাজারের মো:আলাউদ্দিন মোড়ল, পিতা- মৃত জয়নাল মোড়ল এর গাড়ি সাভির্সিং করা টিনসেড ঘরের সামনে থেকে ০৫ কেজি গাজাসহ আসামীদের গ্রেফতার করেন।ধৃত আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা রুজু হয়েছে।মামলা নং: ১৭,তাং- ১৬/০৪/২০২২,ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১১) এর ১৯ (ক) রুজু করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ