প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৪:৪৭:৪৭ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ-অভাগা গল্পগুলো
লেখকঃ শিহাব আহম্মেদ
জীবনের স্বপ্ন ভাঙার মাঝে
নতুন করে স্বপ্নের জাল বুনেছি!
তুমি হারানো বিলাপের মাঝে
মৃদু স্বরে আগামীর ডাক শুনেছি।
ঝরা মেঘের সিক্ত ছোঁয়ায়
প্রাণের স্পর্শ মাঁখা ।
দু’চোখের শুভ্র ঝর্ণা ধারায়
হৃদয়ে ভবিষ্যৎ আঁকা।
শুভ্র রঙের অন্তর মাঝে
সপ্ত রঙের ভেলা
হৃদয়ের ক্যাম্পাসে সবুজ সাঝে
খেলেছি অবুঝ খেলা।
পেয়েও হারিয়ে, নতুনকে পেয়েছি।
এর মাঝে কত ভালো-মন্দ বুঝেছি,
তবুও আমি যেনো অধরাই রয়েছি!
নতুন করে তাই স্বপ্নের জাল বুনেছি।