• সাহিত্যে

    ‘অপুষ্ট ভালবাসা’ জমির উদ্দিন মিলন

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২১ , ৩:৪০:৩০ প্রিন্ট সংস্করণ

    কবিকা: অপুষ্ট ভালবাসা
    জমির উদ্দিন মিলন

    না পাওয়ার কষ্ট
    হারানোর ব্যাথা;
    একাকিত্বের বিরহ
    এ যেন জীবনের অংশ হয়ে গেলো!

    পরতে পরতে লুকিয়ে থাকা কষ্টগুলো
    দ্বিতীয় ভালবাসা পেলে
    বিশুদ্ধ ভালবাসা পেলে
    তিরতির করে জেগে উঠবে
    হয়তো বিলাসী ফাগুনে_

    কষ্ট জীবনের অংশ
    একাধিক ব্যাথা জীবনের যৌক্তিক অংশ
    মন্ত্র মুগ্ধ একাকী নির্জনতা
    জমকালো আয়োজন
    কিঞ্চিৎ কিংবা কখনো সখনো
    অংশ হতে পারে আমজনতার?

    কীর্তি রেখে
    রয়ে যায়
    চলে যায়
    এ জীবনের সকল
    লেনদেন

    শুধু
    জীবনের
    গল্প কিংবা
    বিতং বকেয়া অবহেলা
    রয়ে যায় বিজন বনে।

    শুধু জীবন ভর মাখামাখি করে
    কষ্ট আর অপুষ্ট ভালবাসা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ