প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৫:২৬:১৮ প্রিন্ট সংস্করণ
“কবিতাঃ- অনুভবে হৃদয় ছুঁয়ে”
লেখকঃ শিহাব আহম্মেদ
শোন গো সখী সেই শেষবার যখন
তোমায় একবার দেখেছিলাম তখন
বড়ো মায়া ছিল তোমার দু’চোখ জুড়ে
সময়ের বিবর্তনে চোখে কালচে দাগ!
কতটা বদলে গেলে মানুষ নিশ্চুপ হয়?
ফিরে পাবে কী গো হারানো অধিকার,
মায়ার টানে হয় বার বার ফিরে দেখার
আজকাল স্বপ্নেও দেখা সাক্ষাৎ হয়না,
তবুও হৃদয়ের হৃদপিন্ডে হয় লেনাদেনা
বহুদূর থেকেও কান্নার সুর শুনতে পাও?
তোমার অনুজ্জ্বল অনুপস্থিতি কাঁদাবে
কোটি বছর কেটে যাক দুঃখভরা রাতে,
তুমি তো দিব্বি মেতে আছ সুখ বন্ধনে
অসম্পূর্ণ ভালোবাসার খেলা সাজিয়ে,
তাতেই কীগো তুমি জীবনের স্বাদ পেলে?