প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ৮:০৯:১৩ প্রিন্ট সংস্করণ
অনুভবে
কবি-শিহাব আহম্মেদ
তুমি আমায় খুঁজে পাবে উত্তাল বাতাসে,
শীতলতা অনুভবে সবুজ দূর্বাঘাসে।
শিশির কণার মাঝে চিকচিক রঙে
রংধনুর সাতটি রঙে, ভোরের ক্ষণে!!
আমি তোমার ছোঁয়ে যাওয়া সবুজবর্ণ ক্ষণিকতা,
ভোরের আলতো পায়ে, ছোঁয়ে দেওয়া সজীবতা,
তুমি আমার অপ্রকাশিত প্রেমের ছন্দিত কবিতা
মনেরাখা না বলতে পারা আরো একটি ব্যকুলতা!!
কখনো আমি হারিয়ে যাব, চিনতে না পার যদি!
গ্রীষ্মের প্রখর রোদের তাপে ছায়া হয়ে বিনধী
ছোঁব তোমায়, রোদলা আকাশে মেঘের ছায়া হয়ে
হয়তো বা অভিমানে, হবেনা কথা বলা
তখনো অনুভবে ছোঁয়ে দেব উত্তাল বাতস বয়ে!!
আমি যদি বা ঝরে যায় কবু, ঝরাফুলের বাগানে
আরো একটি গোলাপ তবু রয়ে যাবে গোপনে
ছড়াতে সৌরভ তোমার মনে আনমনে!!
গোলাপের পাপড়ি রঙিন হয় যদি সবি
তবে বুঝিবে, কাটার আঘাতে জর্জরিত কবি!
তোমার বাগানে ফুটিত সে গোলাপের লাল রং
আঘাতের পরে আঘাতে তুমি ভাঙিলে যার মন!!