প্রতিনিধি ১৮ আগস্ট ২০২২ , ৮:৫৩:৪৪ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলায় আজও শেষ হয়নি আমন ধান রোপন।কৃষকরা সময় মতো চারা রোপন করার চেষ্টা করলেও অনাবৃষ্টির কারনে তা ভেস্তে গেছে।তবে শ্যলোমেশিনের উপর ভরষা রেখে ধান রোপন শেষের দিকে আসলেও দিতে হচ্ছে পানি সেচ।কোথাও কোথাও পানি সেচের ব্যবস্থা না থাকায় এখননও ধান চারা রোপণ করা সম্ভব হচ্ছে-না।এখন ভাদ্র মাস,সবুজে সমারোহ ও বাতাসে গা দোলানীর কথা থাকলেও পুরোপুরি সাজতে পারেনি মাঠ। কোথাও বা পানি সেচ দিতে না পারায় রোপণ কৃত জমি ফাটতে দেখা গেছে পলাশবাড়ী কৃষি অফিস তথ্য মতে রোপা আমন ধান রোপন করা হবে ১৩৮৫৩ হেক্টর জমিতে।
কি কি ধান বেশি রোপন করা হচ্ছে এই বিষয়ে প্রশ্ন করলে উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাউসার মিশু জানান,যারা আমন ধান কাঁটার পর সরিষা লাগাবেন তাদের আমরা পরামর্শ দিয়েছি ব্রি৭১,৭৫ ও ৮৭ এই সকল স্বল্প জীবনকাল ধান লাগানোর জন্য যা প্রণোদনা কৃষকদের মাঝে আমরা বিনামূল্যে বিতরণ করেছি।তবে প্রদর্শনী কৃষকদের মাঝে ৭৬,৭৮ ও৮০ বিতরণ করা হয়েছে। এছাড়াও ব্রি ৯৩ ও ৯৪ লাগানোর পরামর্শ দিয়েছি। সরেজমিনে মাঠে লক্ষ করে দেখা যায় অধিকাংশ কৃষকদের পছন্দের ধান হিসেবে হৃদয়ে স্থান করে নিয়েছে সর্ণা,বর্ণা ও ব্রি ১১ জাতীয় ধান।এমন অবস্থা থাকলে আমন ধানের লক্ষ মাত্রা পুরোন করা কঠিন হবে।