প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২১ , ৯:১৬:৫২ প্রিন্ট সংস্করণ
অনলাইন প্রেসক্লাব নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ:
সিলেটে অনলাইন প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বুধবার ১৩ জানুয়ারী সন্ধ্যা ৭ ঘটিকায় এ তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো: ইরফানুজ্জামান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও খন্দকার সিপার আহমদ।
মোট ১১টি পদে ২২ প্রার্থী নির্বাচনে অংগ্রহন করছেন, সভাপতি পদে মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ, সহ-সভাপতি পদে মো:গুলজার আহমদ ও দেবব্রত রায় দিপন, সহ-সাধারণ সম্পাদক পদে তাওহীদুল ইসলাম, ফারহানা বেগম হেনা, মোশারফ হোসেন সুজাত, কোষাধ্যক্ষ পদে আব্দুল মুহিত দিদার ও শিব্বির আহমদ ওসমানী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কে এ রহিম ও আফরোজ খান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে মবরুর আহমদ সাজু, শাহিদ আহমদ হাতিমী ও মো.আব্দুল হাসিব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মাসুদ আহমদ রনি ও জহিরুল ইসলাম মিশু।
সদস্য পদে কামরূল আলম, কামাল আহমদ,মো.সাইফুল ইসলাম,এম এ ওয়াহিদ চৌধুরী, শ্রী আশীষ দে, মাহমুদ হোসেন খান।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক মনোনয়ন পত্র জমা না পড়ায় এই দুইটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।