• বরিশাল বিভাগ

    অধ্যক্ষের দায়িত্বহীনতায় আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার বেহাল দশা

      প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ১০:৪৩:৫৮ প্রিন্ট সংস্করণ

    মো: মিশকাত হাওলাদার-বরগুনা জেলা প্রতিনিধি:

    মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস হাওলাদার এর বিরুদ্ধে অভিযোগ।
    অদ্য ১৭/৫/২০২৩ তারিখ বুধবার চলমান দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের সিলেবাস এবং রুটিনে পাঠদান কৃত বিষয় কৃষি শিক্ষা কোড নং ১১৩ এর পরিবর্তে তাদের প্রবেশপত্র অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয় কোড নং ১৪৩ এর প্রশ্নপত্র দেয়া হয়। তাতে পরীক্ষার্থীগণ বিব্রত হয়ে পড়েন। অভিভাবকগণ জানতে পারলে তারা ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষকে খুঁজে না পেয়ে মোবাইলে যোগাযোগ করলে তিনি দায়িত্ব এড়িয়ে যান এবং অযৌক্তিক কথা বলেন।

    পরীক্ষার্থীদের অপূর্ণ ক্ষতি হওয়ায় অভিভাবকগণ মাদ্রাসার সভাপতি, পৌরম মেয়র, উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার সহ প্রযোজ্য সকলের কাছে অধ্যক্ষের বিরুদ্ধে যথাযথ বিচার দাবি করেন। জানা গেছেন অধ্যক্ষ বেশিরভাগ সময় ওয়াজ মাহফিলের নামে মাদ্রাসায় অনুপস্থিত থাকেন।অনুষ্ঠিত এই পরীক্ষার ব্যাপারে অধ্যক্ষের উল্লেখযোগ্য কোন ভূমিকা নেই। উল্লেখ্য রেজিস্ট্রেসন কার্ড ও এডমিট কার্ড পরীক্ষার দুই এক দিন আগে প্রদান করা হয়।এবং সপ্তাহে পাঁচ দিন ক্লাস থাকলেও দুই-একদিনের বেশি তাকে মাদ্রাসায় পাওয়া যায় না। পরীক্ষার হল মাদ্রাসায় হওয়া সত্তেও প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালসহ কোন শিক্ষক পরিক্ষা কমিটিতে নেই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ