• সাহিত্যে

    ‘অদ্ভুদ কারাগার’ কবি-শাহনেওয়াজ শাহ্

      প্রতিনিধি ২৭ মে ২০২২ , ১১:৩৮:০১ প্রিন্ট সংস্করণ

    অদ্ভুদ কারাগার
    কবি-শাহনেওয়াজ শাহ্

    কারাগার এক অদ্ভুত স্থান
    যার কয়েদি নানা রকমের ইনসান,
    অদ্ভুত এই শিকলের বেড়াজালে
    বিভিন্ন প্রকার লোক বসবাস করে।

    কারাগার দুখের ঠিকানা
    যা ভাল মন্দ কিছুই বুঝে না,
    মন্দ লোকদের দেয় যেমন যন্ত্রণা
    ভালদের বেলায়ও অবহেলা করে না।

    কেউবা বলতে পারে কারাগার অপরাধীর স্থান
    শুধু অপরাধী নয়, নিরপরাধ লোকেরও নিতে হয় অবস্থান।
    গুটিবাজদের গুটির জালে পড়ে
    কারণহীনা কতজনকেই কারাবরণ করা লাগে।

    শেখ মুজিব কারাবরণ করেছিলেন ৪ হাজার ৬৮২ দিন
    অন্যায়ের কাছে মাথা নত করেনি, মিথ্যার সাথে আপোসহীন।
    জেল থেকে ছাড়া পেয়ে গ্যালেলিও বলেছিলেন,
    পৃথিবী কিন্তু এখনো সূর্যের চারপাশেই ঘোরে!

    সৃষ্টি জগতের শ্রেষ্ট সৃষ্টি মুহাম্মদকেও করেছে কারাবন্দী
    কারাগারের ঐ লৌহ কপাটে থাকছে ইউসুফ নবী।
    যুগে যুগে জালিম শাসকেরা করেছে দেশ শাসন
    যাকে ইচ্ছা থাকেই তারা করেছে কারাবরণ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ