• Uncategorized

    অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু ৩জনের অবস্থা আশংকা জনক 

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২১ , ১০:৫৮:২৫ প্রিন্ট সংস্করণ

    গত বুধবার রাতে বকশীগঞ্জের পার্শ্ববর্তী থানা শ্রীবরদী কাটাখালি ব্রীজ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নূর আলম বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়ন বিনোদেরচর গ্রামের আজাহারের ছেলে । একই কারণে অজ্ঞাত একজনসহ ৩ জনের অবস্থা আশংকা জনক। তাঁরা বকশীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায় ,সবাই বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের বাসিন্দা। অতিরিক্ত মদ্যপান করে অটোরিক্সা যোগে নিজ বাড়িতে ফেরার পথে কাটাখালি ব্রীজ নামক স্থানে তাদের বহনকারী অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে যায়। ফলে মদ্যপায়ি চালকসহ ৪ জনই আহত হয়। আশংকা জনক অবস্থায় বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে আসার পথে নূর আলম নামে একজন মারা য়ায়। একই কারণে জানকিপুর গ্রামের কাশেম আলীর ছেলে বিল্লাল হোসেন(২২), শোকলালের ছেলে নারায়ন(২০) ও অজ্ঞাত এক যুবকসহ ৩ জনের অবস্থা আশংকা জনক। বকশীগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রতাপ নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নূর আলমের লাশ বকশীগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ