প্রতিনিধি ৭ নভেম্বর ২০২২ , ১২:৫৩:৩২ প্রিন্ট সংস্করণ
মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে ইসলামিয়া মার্কেটে সোমবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাঁই হয়। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় এই মার্কেটে অবস্থিত জহুরুল ইসলামের ইলেকট্রনিক, মোজাম্মেল হোসেন মুদি ব্যবসায়ীর ৪ টি দোকানের মালামাল, সানোয়ার হোসেনের ফার্নিচার দোকানের মালামাল, আরমান হোসেনের ২টি ফার্নিচার দোকানের মালামাল,মিঠুন চন্দ্র এর মোটর সাইকেল মেকানিক এর দোকানের মালামাল সহ একটি মোটর সাইকেল, আল আমিন হোসেনের ফার্নিচার দোকানের মালামাল সহ প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান, রায়গঞ্জ থানার একদল পুলিশ ফোর্সসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে ইসলামিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা বিভিন্ন বে-সরকারি এনজিও থেকে মোটা অংকের লোন নিয়ে ব্যবসা করে আসছিলো।ক্ষতিগ্রস্থদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সুশীল সমাজ। এ ব্যাপারে জানতে চাইলে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান বলেন,অগ্নিকান্ডের সুত্রপাত কীভাবে হয়েছে সঠিক বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি বিদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ড হয়েছে।