• আইন ও আদালত

    সুজানগরে জমিজমা সংক্রান্ত বিরোধে মহিলা সহ ৪ জন গুরুতর আহত

      প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ৪:২৮:৫৮ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগর উপজেলা সাতবাড়িয়া ইউনিয়নের কাচুরী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, কাচুরী গ্রামের সামসুর রহমানের স্ত্রী রাবেয়া খাতুন (৪৫), মনসুর আলীর স্ত্রী পলি খাতুন (৪০), আবুবকর মোল্লার মেয়ে ফরিদা খাতুন (২২) ও ছেলে সোহেল (১৮)।আহত ব্যক্তিরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। আহত ব্যক্তির ছেলে রাসেল জানান, আমাদের বসত বাড়ির জমি আলীবুদ্দীন শেখের ছেলে রবিউল, নজরুল, রফিক ও নজরুল ইসলামের ছেলে শাকিল সহ আরো কিছু মানুষ সংঘবদ্ধভাবে জোর পূর্বক দখলের চেষ্টা করলে, বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় বাড়ির মহিলারা বাঁধা দিলে, তাদের কে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় সামসুর রহমান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ