• আইন ও আদালত

    সিরাজগঞ্জে ৯ ইটভাটায় অভিযান ৪৪ লাখ টাকা জরিমানা

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ৮:১২:৩৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জে অবৈধভাবে কাঠ পোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় তিন উপজেলার ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    সোমবার (১০ এপ্রিল) দিনব্যাপী জেলার উল্লাপাড়া, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু।

    ইটভাটাগুলো হলো উল্লাপাড়া উপজেলার মেসার্স রুহি ব্রিকস, সরকার অ্যান্ড কং আশা ব্রিকস, সরকার অ্যান্ড কং হার্ট ব্রিকস ও মেসার্স রানীনগর ব্রিকস, তাড়াশের মেসার্স নাবিলা ব্রিকস ও মেসার্স মাইশা ব্রিকস এবং রায়গঞ্জের মেসার্স এলিনা ব্রিকস, মেসার্স রাকিব ব্রিকস ও মেসার্স সুপার ব্রিকস। এর মধ্যে রুহি ব্রিকস ও সুপার ব্রিকসকে সাড়ে চার লাখ টাকা করে ও বাকি সাত ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।

    সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন মেনে ভাটা পরিচালনায় মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু তারা আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে ভাটা চালিয়ে আসছেন। আইন না মেনে ইট পোড়ানোর দায়ে ৯টি ইটভাটা মালিককে ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ