• রাজশাহী বিভাগ

    সাপাহারে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

      প্রতিনিধি ১ মে ২০২৩ , ১২:১৬:১২ প্রিন্ট সংস্করণ

    মোঃ কাওছার হাবিব-স্টাফ রিপোর্টার:

    সোমবার সকাল ৯ টার দিকে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ উপলক্ষে নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৫০ সাপাহার শাখার আয়োজনে হাসপাতাল মোড় নিজস্ব কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারো নিজস্ব কার্যালয়ে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    দিবসটির তাৎপর্য তুলে ধরে দিকনির্দেশনা সম্বলিত বক্তব্য রাখেন নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৫০ সাপাহার শাখার সভাপতি মোজাম্মেল হক মোজাম, সহ সভাপতি হরুনুর রশিদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, রোড সেক্রেটারি মোজাফফর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ফরিদুল ইসলাম প্রমূখ। এসময় উক্ত সংগঠনের সদস্য সহ প্রায় ২ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ