• সারাদেশ

    সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখবে

      প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৫৫:১৩ প্রিন্ট সংস্করণ

    আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ

    জাতীয় ও আন্তর্জাতিক যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যোগ্য নেতৃত্ব ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যেই সংগঠনটি এ দেশের শান্তিপ্রিয় যুবকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা কারচুপি করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার স্বপ্নে বিভোর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরামর্শ পরিষদের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

    আজ শুক্রবার ২৪শে ফেব্রুয়ারী রাজধানীর একটি অভিজাত হোটেলের কনভেনশন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরামর্শ পরিষদের ১০ম অধিবেশন অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় এ অধিবেশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ২০২৩-২৪ সেশনের পরিকল্পনা ও কর্মসূচি নির্ধারণ করা হয়। সারাদেশ থেকে আগত পরামর্শ পরিষদের সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে কর্মমুখর পূর্ণ দিবস অধিবেশন অনুষ্ঠিত হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ