প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ১১:৩২:০৪ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
দেশের একজন শীর্ষ আলেমের রক্ত ঝরিয়ে আওয়ামী লীগ সরকার তাদের পতন ডেকে এনেছে বলে মন্তব্য করেছেন-জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে দেশের বিশিষ্টআলেমগণ।
তারা বলেন, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরোচিত হামলার মাধ্যমে বর্তমান সরকারের মুখোশ জাতির সামনে আরেকবার উম্মোচিত হয়েছে। আলেমদের রক্ত কখনোই বৃথা যায় না। ইতিহাস সাক্ষী, যুগে যুগে আলেমদের উপর যারাই আক্রমন করেছে, রক্ত ঝরিয়েছে, তাদের আখের ভাল হয়নি। তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদ এবং সঙ্কটময় পরিস্থিতিতে ওলামাদের করণীয়’ শীর্ষক ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, ড. আ ফ ম খালিদহেসাইন,
আল্লামা খালিদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর, বরিশাল মাহমুদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মুফতি আজিজুল হক, মুফতি ওমর ফারুক সন্দীপি, দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, শায়খুল হাদীস মাওলানা মকবুল হোসেন, শাইখুল হাদিস মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি রেজাউল করিম আবরার, আল্লামা আনোয়ার শাহ, মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি ওলী উল্লাহ, মাওলানা ইলিয়াসুর রহমান জেহাদী, মুফতি তাজুল ইসলাম, মুফতি জামাল উদ্দিন, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা হাবিবুর রহমান জেহাদী, ফরিদাবাদ মাদরাসার মুহতামীম আল্লামা আব্দুল কুদ্দুসের লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে মাওলানা যোবায়ের আহমদ।
পীর সাহেব চরমোনাই বলেন, দেশে কঠিন পরিস্থিতি বিরাজ করছে। অত্যন্ত চিন্তাভাবনা করে সতর্কতার সাথে পথ চলতে হবে। ওরা ষড়যন্ত্র করলে আল্লাহ ওদের বিষ দাঁত ভেঙ্গে দিবেন। আল্লাহ মোমেনদের অবশ্যই বিজয় দান করবেন।
আমাদের রাজনীতি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ জাতি ও ইসলামের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
পীর সাহেব চরমোনাই বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর সন্ত্রাসীরা দফায় দফায় বর্বরোচিত হামলা চালিয়েছে। সরকার এসব সন্ত্রাসীদের ধরে শাস্তি দিতে ব্যর্থ হয়েছে।
শাইখুল হাদিস আল্লামা মিজানুর রহমান সাঈদ বলেন, উম্মাহর ঐক্য কেমন হবে কিতাবের আলোকেই করতে হবে। একে অপরের বিরুদ্ধে তিরস্কার ফতোয়াবাজি বন্ধ করতে হবে। এতোগুলো আলেম দীর্ঘ দিন যাবত কারাবন্দি রয়েছেন। তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ নাস্তিক মুরতাদ ও বেদাতি জালেমরা। আহলে হকদের এক হয়ে যেতে হবে। যারা দ্বীন ইসলাম চায় না তারাই আমাদের প্রতিপক্ষ। সমালোচনা পরিহার করতে পারলেই ঐক্যের দ্বার খুলে যাবে।