প্রতিনিধি ৩ মে ২০২৩ , ৯:৪৫:৪৫ প্রিন্ট সংস্করণ
মোঃ কাওছার হাবিব-স্টাফ রিপোর্টার:
পত্নীতলায় মেলার নামে অশ্লীল নাচ গান ও জুয়া বন্ধ করায় হামলার শিকারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন মানবাধিকার কর্মী রুবাইত হাসান। ডায়েরি সূত্রে জানা যায় ,নওগাঁর পত্নীতলায় সীমান্তবর্তী শিহাড়া ইউনিয়নে মেলার নামে মেয়ে ভাড়া করে এনে অশ্লীল নৃত্য, মাদক ও জুয়ার আসর বসানো হয়েছিল এই মেলার খবর জানতে পেরে পত্নীতলা থানা পুলিশ সরেজমিনে দেখে গত ২৬ এপ্রিল রাতে অভিযান পরিচালনা করে মেলা বন্ধ করে দেন । রুবাইত হাসান এই কর্মকান্ড বন্ধ করেছে এমন ক্ষোভে তার উপর দফায় দফায় হামলা করা হয়েছে এবং প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে।
হামলার আভাস পেয়ে পূর্বেই রুবাইত হাসান নিজের নিরাপত্তাজনিত কারণে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গত বৃহস্পতিবার (২৭এপ্রিল) রাত নয়টা নাগাদ বাড়ি ফেরার পথে রুবাইত হাসানকে পথ রোধ করে দেশীয় অস্ত্র সজ্জিত দুটি মোটরসাইকেলে মোট ৫ জন সন্ত্রাসী কায়দায় মাথার বাম পাশে আঘাতসহ কিল ঘুষি মেরে ম্যানিব্যাগ ছিনতাই করে। এছাড়া ইসলামি ব্যংকের একটি এটিএম কার্ড, রাজধানী ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট কার্ড ও ৩৭০০ (তিন হাজার সাতশত) টাকা ছিনতাই করে দ্রুত গতিতে ধামইরহাট উপজেলার লোদীপুর রাস্তা অভিমুখে চলে যায় সন্ত্রাসীরা।