প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ৫:৩৫:২৩ প্রিন্ট সংস্করণ
রফিকুল ইসলাম রফিক-জামালপুর জেলা প্রতিনিধিঃ
বকশীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুমা ইয়াসমিন স্মৃতির জামিন মঞ্জুর হয়েছে। ২৬ জুলাই রবিবার জামালপুরের দ্রুত বিচার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালতে তার জামিন মঞ্জুর হয়।
উল্লেখ্য ১২ জুলাই এক হাংগামায় বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সরকারী ভবনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অফিসিয়াল ছবি ভাংচুরের ঘটনা ঘটে।
এই ঘটনায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুমান তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমা ইয়াসমিন স্মৃতিসহ ৬জনের বিরুদ্ধে মামলা হয়। অজ্ঞাত আসামী করা হয় ১৫০জন।
মাসুমা ইয়াসমিন স্মৃতির পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এডভোকেট বাকী বিল্লাহ এডভোকেট আমান উল্লাহ আকাশ ও এডভোকেট ইসমাইল হোসেন সিরাজী।
মামলার বাদী বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।