• সারাদেশ

    বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমান শিকদারের জানানা সম্পন্ন

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৩ , ৭:১০:৩২ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশালের হিজলায় বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজ,সেবক, রাজনীতিবিদ,শিক্ষা অনুরাগী,উপজেলার সাবেক সভাপতি দলিলুর রহমান শিকদারের জানাজা নামায অনুষ্ঠিত। অনেক দিন যাবত তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, অবশেষে গতকাল ১৬ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৭ টার সময় বাংলাদেশের স্পেশালাইজ্ড হাসপাতালে চিকিৎসা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    আজ ১৭ জানুয়ারী মঙ্গলবার বাদ জোহর কাসেমুল উলুম ইসলামীয় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে কাসেমুল উলুম ইসলামীয় মাদ্রাসার মোহতামিম মাওলানা সালাহউদ্দীন খানের ইমামতিতে জানাজা নামায অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মাননীয় মন্ত্রী, জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।

    আরও উপস্থিত ছিলেন,বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আব্দুল্লাহ,গৌরনদী পৌরসভা মাননীয় মেয়র হারিসুল রহমান ,হিজলা উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু,হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান মিঠু ,

    গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান তালুকদার, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার , উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন সহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার হিজলা মেহেন্দিগঞ্জ কাজির হাট ও মুলাদী উপজেলার হাজারো ধর্মপ্রাণ মুসলমান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ