প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ১১:৫০:৫০ প্রিন্ট সংস্করণ
মোঃ মহসিন মীর-বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালরি বাউফলে সাংসদ আ.স.ম ফিরোজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগ (একাংশ)। শনিবার বেলা ১টার দিকে তাদের দলীয় কার্যালয় জনতা ভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দপ্তর সম্পাদক ফরিদ আহম্মেদ। লিখিত বক্তব্যে ফরিদ আহম্মেদ বলেন, গত ২৬ এপ্রিল বাউফল পাবলিক মাঠে আয়োজিত সভায় বাউফলের সাংসদ ও সাবেক চীফ হুইপ অ.স.ম ফিরোজকে (এমপি) নিয়ে আওয়ামী নামধারী কতিপয় বিপদগামী ব্যক্তি বিভিন্ন প্রকার মিথ্যাচার ও কটুক্তি করেন।
বক্তব্যে জিয়াউল হক জুয়েল ও মোতালেব হাওলাদারকে বিপদগামী উল্লেখ করেন তিনি। জিয়াউল হক জুয়েল বিএনপির ভোটে নির্বাচিত হয়েছেন বলে দাবি করেন। মোতালে হাওলাদারকে নারী কেলেঙ্করী, ভূমী দখলদার উল্লেখ করে দলীয় সভাপতি আসম ফিরোজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেন। সর্বশেষ এই ষড়যন্ত্রে হাসিব আলম তালুকদারেকে অভিযুক্ত করা হয়। ২০০১ সালে বিএনপি জামায়েত সরকারের অর্শিবাদপ্রষ্ঠ হয়ে হাওয়া ভবনে সহযোগী হিসেবে খাম্বা ব্যবসার সাথে জড়িত উল্লেখ করেন তিনি।