প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২১ , ৯:২২:৪০ প্রিন্ট সংস্করণ
ফের যুক্তরাজ্য থেকে যাত্রী নিয়ে ফ্লাইট সিলেট:
যুক্তরাজ্য থেকে ফের সিলেট এসেছেন আরও ৪২ জন যাত্রী। ফ্লাইটের ৪২ জন যাত্রীর মধ্যে ৩২ জন সিলেটের। ১০ জন ঢাকার যাত্রী।
বৃহস্পতিবার ১৪ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে ৪২ জন যুক্তরাজ্য হতে যাত্রি নিয়ে অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান, ফ্লাইটটি আরও ১০ যাত্রী নিয়ে সকাল সড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
উল্লেখ্য: এখন থেকে যুক্তরাজ্য থেকে যারা সিলেটে আসবেন তাদেরকে আগের মতো ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে ১৪ দিনের পরিবর্তে তাদেরকে ৪ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে। যা বিগত ১৩ জানুয়ারী এ সংক্রান্ত আদেশ জারি করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদফতর।