প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৩ , ১২:৩০:৫৪ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহ আলম-ক্রাইম রিপোর্টার:
নওগাঁ জেলার সীমান্তবর্তী পোরশা উপজেলার ছাওড় এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। এ সময় মাদক ব্যাবসার সঙ্গে জড়িত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫ আগস্ট সকালে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে সংবাদ পায় নওগাঁ জেলার সীমান্তবর্তী পোরশা থানার ছাওড় এলাকায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ও হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুত করেছে। পরে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান শুরু করে। এ সময় ছাওড় এলাকায় মাদক ব্যবসায়ী আরজিনার বাড়িতে পুঁতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮১৫ ইয়াবা উদ্ধার করা হয়।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরজিনা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোরশা থানার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়াসহ ঢাকার বিভিন্ন ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় পোরশা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে আচ্ছা বলে জানায় র্যাব।