প্রতিনিধি ১৮ মার্চ ২০২৩ , ১০:২৮:২২ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহ আলম-ক্রাইম রিপোর্টার:
রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদক জঙ্গি সন্ত্রাসী সঙ্ঘবদ্ধ অপরাধী অস্ত্রধারী অপরাধী ভেজাল পণ্য ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে এরই ধারাবাহিকতায় ্যাব -৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ মোস্তফা জামান এর নেতৃত্বে ১৭ই মার্চ ২০২৩ রাত ২ঃ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ান শুটার গান একটি ও হিরোইন ২৯ গ্রাম সহ আসামি মাসুদ করিমকে আটক করে।
সে মোল্লাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে বলে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়। সে উক্ত এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে অন্যান্য মাদক ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের উপর তার আধিপত্য বিস্তার করে র্যাব ফাইভ সি পি সি ৩ জয়পুরহাট এর একটি চৌকস আভিধানিক দল মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার পতনীতলা থানায় অস্ত্র আইন ১৮৭৮ তৎসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ পত্নীতলা থানা পুলিশ আসামিকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করেছে বিষয়টি জানান ডিউটি অফিসার এসআই আবু জাফর