• সারাদেশ

    নীলফামারীতে চেম্বার অব কমার্স এ‍্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২৩ , ৬:৫৩:০৭ প্রিন্ট সংস্করণ

    নীলফামারী প্রতিনিধিঃ

    শনিবার (১৮ মার্চ) সকালে নীলফামারী সরকারি শিশু পরিবার চত্বরে চেম্বার অব কমার্স এ‍্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নীলফামারী চেম্বার অব কমার্স এ‍্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি।

    বিশেষ অতিথি হিসেবে , জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ‍্যাড. মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, চেম্বার অব কমার্স এ‍্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক ও সহ-সভাপতি রাজ কুমার পোদ্দার উপস্থিত ছিলেন।

    আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সান্ত্বনা চক্রবর্তী, চেম্বার অব কমার্স এ‍্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুল আলম, হোসেন খান মানিক, আফসানা আফরোজ, মনিরুল ইসলাম সুইডেন, মোফাখখারুল হোসেন মামুন। এসময় চেম্বার অব কমার্স এ‍্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী কমিটির অন‍্যান‍্য সদস্যরাসহ জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ