• সারাদেশ

    দেবীদ্বার পৌরসভার পাঞ্জাবি মার্কা প্রচারণায় মাওলানা আবু সাইদ

      প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ১০:০৯:০৮ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি:

    কুমিল্লার দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠার প্রায় ২১ বছর পর কাঙ্খিত নির্বাচনের তফসিল ঘোষণায় ১৯ তারিখ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু সাইদ বৈধ ঘোষণার পর আজকে পাঞ্জাবি মার্কা পেয়েছেন। পৌরসভার সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন ও প্রচারণায় মাঠে নামছেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু সাইদ।

    মাওলানা আবু সাইদ দেবীদ্বার পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে পাঞ্জাবি মার্কা পেয়েছেন। আমি আপনাদের সন্তান আমি এই ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি । এই পথ চলায় ৯নং ওয়ার্ডবাসীর কাছে একটা দাবী আমাকে আপনারা পাঞ্জাবি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন আমি প্রত্যেকটা মানুষের সুখে-দুখে পাশে থাকবো আমি যদি যোগ্যপ্রার্থী হই আপনাদের কাছে যদি আমাকে যোগ্য প্রার্থী মনে হয় তাহলে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এবং আমার একটি স্বপ্ন আছে আমি দীর্ঘদিন এই এলাকায় চলাফেরা করেছি প্রতিটা পাড়ায় গিয়েছি, প্রতিটা ঘরে গিয়েছি এই এলাকায় আমার সবকিছু অবগত আছে আপনারা যদি আমাকে ৯নং ওয়ার্ডে আপনাদের সন্তান হিসেবে নির্বাচিত করেন তাহলে প্রথমত ধর্মীয় মসজিদ , মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট উন্নয়নের জন্য কাজ করবো। মুসলিম ধর্মীয় অনুষ্ঠানে আমার যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। ইভটিজিং চাঁদাবাজ এবং এই ওয়ার্ডের বাল্যবিবাহ বন্ধ হতে আমি সবকিছু করবো। আমার এই ৯নং ওয়ার্ডে একটি অভিযোগ বক্স থাকবে আপনারা গোপনে অভিযোগ করতে পারবেন। আমি এই অভিযোগ দেখে শুনে বিবেচনা করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবো। আমি কথা দিচ্ছি আপনাদের বয়স্কভাতা, বিবাহভাতা, ভিজিডি কার্ড এবং প্রত্যেকটি নাগরিক কার্ড পৌরসভা থেকে যেই বরাদ্দ আসবে প্রাপ্য ব্যক্তিকে প্রদান করবো ইনশাআল্লাহ। লাইটিং ও ড্রেনের কাজ ওয়ার্ডের শিক্ষা মান এবং স্মার্ট সমাজ গড়ে তুলবো ইনশাল্লাহ। ৯নং ওয়ার্ডবাসি আপনারা আমার ওপর আস্তা রাখেন আমি নিজের জন্য কিছু করবোনা আমি দারিদ্র লোকের এবং প্রত্যেকটা নাগরিকের জন্ম নিবন্ধন হতে সমস্ত কাগজপত্র খুব সহজে কাজ করে দেব। আমি কথা দিচ্ছি দেবীদ্বারের ৯টি ওয়ার্ডের মধ্যে আমাদের এই ৯নং ওয়ার্ড সবচেয়ে সুন্দর এবং স্মার্ট ওয়ার্ড। আমার দ্বারা কখনো দুর্নীতি হবে না। ৯নং ওয়ার্ডের প্রত্যেকটা নাগরিক আমার পরিবারের মতন এবং আমার ভাই বোন চাচি খালা হয়ে সম্মানিত ভাবে থাকবেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সুখে-দুখে পাশে থাকবো, অতএব আপনারা ১৭ ই জুলাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ,এটাই আমার প্রত্যাশা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ