• Uncategorized

    দীর্ঘ  ১০বছরে ও চেঙী নদী  ভাংগনে  টেন্ডার বাস্তবায়ন করা হয়নি

      প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ১১:৫৬:২২ প্রিন্ট সংস্করণ

    দীর্ঘ  ১০বছরে ও চেঙী নদী  ভাংগনে  টেন্ডার বাস্তবায়ন করা হয়নি

     

    আলো প্রিয় চাকমা খাগড়াছড়ি  জেলা প্রতিনিধি:

    খাগড়াছড়ির,,,,,,,, দীর্ঘ ১০ বছরে ও চেঙীনদী ভাংগনে টেন্ডার বাস্তবায়ন করা হয়নি। খাগড়াছড়ি জেলা শহর থেকে ৪কিলোমিটার পেরাছড়া ইউনিয়ন  মধুদোকান  চেঙী নদী  ভাংগনে  কারনে  ২০০ গ্রামবাসী  ভয়ে জীবন যাপন করতেছে।  একদিকে নদী ভাংগনে কারনে।  প্রতি  বছর নদী ভাংগনের কারণে ২০০পরিবার নদীতে  বিলিয়ে যাবে বসতভিটা। সামান্য বসতভিতা হারিয়ে  গেলে ভিতা হারা হবে গ্রামবাসী। প্রশাসনে বড়  ধরনে প্রকল্প বাস্তবায়ন  হাতে এই বছরে খাগড়াছড়ি টু পানছড়ি  গাড়ি চলাচল  বন্ধ  হবে ধারনা করা যায়।৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদ সদস্য বাবু নরেশ কুমার চাকমা নদী ভাংগনে টেন্ডার বাস্তবায়ন ইউনিয়ন পরিষদ থেকে বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানান। সড়ক ও জনপদ বিভাগ অথবা পানি উন্নয়ন বোর্ড থেকে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন। উত্তর হেডম্যান পাড়া গ্রাম কার্বারী বাবু পরুপ্যা চাকমা অতিদ্রুত নদী ভাংগন রোদ  করা না গেলে বাস্তভিতা হারাবো। সরকার শীগ্রই  প্রকল্প বাস্তবায়ন করার সম্ভব বলে মনে করেন।  এই বছর বর্ঝা সময়ে সরকারি  রাস্তা পষ্টন ভাংগন হয়েছে। আগামীতে এই রাস্তা গাড়ি চলাচল বন্ধ হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ