প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২০ , ৬:৪০:২৬ প্রিন্ট সংস্করণ
গোলাম কিবরিয়া পলাশ-ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবির ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দের পিপিএম (বার) এর পরিকল্পনায় প্রতিদিন নিয়মিত অপরাধ কর্মকান্ডের বিরূদ্ধে অভিযান চালিয়ে আসছে ডিবি পুলিশ।
এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ নগরীর জামতলা মোড় থেকে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় ৩ জুয়াড়ীকে আটক করা হয়।
জানা গেছে, তাদের হেফাজত থেকে ১২ লক্ষ ১১ হাজার টাকা এবং অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ০৯ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবত অনলাইনে জুয়া খেলে আসছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
আটককৃত আসামীরা হলো- ১. সজিব মিয়া (২৫) পিতা আবু সাঈদ, ২. মাহফুজ (৩৭) পিতা-মৃত আব্দুল মোতালেব, ৩. মাহবুব করিম বাবু (৩৫) পিতা-মৃত আব্দুল জলিল। সবাই জামতলা মোড়, থানা কোতোয়ালী ও জেলা-ময়মনসিংহ এর বাসিন্দা।