প্রতিনিধি ২২ আগস্ট ২০২৩ , ১১:০০:৪২ প্রিন্ট সংস্করণ
হাফিজুর রহমান হাফিজ:
২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২১শে আগস্ট (সোমবার) সন্ধায় আমিনপুর থানাধীন কাশিনাথপুর ফুলবাগান মোড়ে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে আমিনপুর থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
কাশিনাথপুর ফুলবাগান বণিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সভাপতিত্বে ও আমিনপুর থানা আওয়ামী যুবলীগ নেতা সুজা মোল্লার সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১/১১’ র পরিক্ষিত সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের দুর্সময়ের কান্ডারী বেড়া উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ সেবা সম্পাদক সজীবুর রহমান সবুজ। প্রধান বক্তা হিসেবে মুল্যবান বক্তব্য রাখেন কাশিনাথপুর সিএনজি মালিক সমিতির সভাপতি ও বেড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল বাশার বাবু।
গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন, আমিনপুর থানা আওয়ামী যুবলীগ নেতা সোহাগ হোসেন বিল্টু ও রায়ান খান বিজয়, আমিনপুর থানা ছাত্রলীগের অন্যতম নেতা তালহা মিয়া, আমিনপুর থানা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সদস্য ইকবাল হোসেন, আরিফ হোসেন। উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিনপুর থানাধীন টাংবাড়ী গ্রামের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগের নেতাকর্মী বৃন্দ। আলোচনা সভা শেষে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।