• Uncategorized

    কাটাখালীতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন আরএমপি পুলিশ কমিশনার

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২১ , ৪:০৭:২০ প্রিন্ট সংস্করণ

    কাটাখালীতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন আরএমপি পুলিশ কমিশনার

    কাটাখালী থানাধীন মাসকাটাদিঘী স্কুল মাঠে প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০০০(এক হাজার) কম্বল প্রতিবন্ধী ও দুস্থদের হাতে তুলে দেন। পুলিশ কমিশনার মহোদয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পুরো রাজশাহী নগরীকে পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, কোন প্রকার অপরাধের সাথে আপোষ নয়। মাদকের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে পুলিশ কমিশনার মহোদয় বলেন, মাদকের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান বেগবান করা হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটাখালি পৌরসভার মেয়র জনাব মোঃ আব্বাস আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ), জনাব বিভূতী ভূষন ব্যানার্জী, উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ), আরএমপি, রাজশাহী সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ