• আইন ও আদালত

    কাজিপুরে এক কেজি গাঁজাসহ আব্দুল হালিম (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ৯:১৩:৪৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি

    সিরাজগঞ্জের কাজিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আব্দুল হালিম (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়আটক আসামি বগুড়া জেলার ধুনট থানার চর খুকশিয়া এলাকার জালাল উদ্দিন শেখের ছেলে। শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাদক কারবারিকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কাজিপুর উপজেলাসহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ