প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ৫:১৯:৫০ প্রিন্ট সংস্করণ
উল্লাপাড়ায় পৌর নির্বাচনে মেয়র বিজয়ী এস এম নজরুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত মেয়র প্রার্থী এসএম নজরুল ইসলাম কে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করেন উল্লাপাড়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন।
শনিবার (১৬ জানুয়ারি) ভোট গ্রহণ শেষে ৯ টি ওয়ার্ডে ১৭ টি কেন্দ্রে ভোট গননা করে এসএম নজরুল ইসলাম নৌকা প্রতীকে ২৪ হাজার ৫০৯ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আজাদ হোসেন ধানের শীষ প্রতীকে ১০৭৬ ভোট এবং বিএনপির বিদ্রোহী (বহিস্কৃত) স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন পেয়েছে ৪১৭ ভোট।