প্রতিনিধি ২২ নভেম্বর ২০২০ , ৪:১০:৫৬ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহাদত হোসেন-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৫০ জন কৃষকের মাঝে ইউরিয়া সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া, ইউপি সদস্য আব্দুর রব, ছাত্রলীগ সভাপতি আলামিন হোসেন,ইউনিয়ন আঃলীগের প্রচার সম্পাদক দুলাল প্রমূখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার তার বক্তব্যে বলেন সংসদ সদস্য তানভীর ইমাম কৃষক বান্ধব।
তিনি সবসময় কৃষকের উন্নয়নে কথা বলেন। জননেত্রী শেখ হাসিনা কৃষি খাতে উন্নয়নের জন্য নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন এতে কৃষকেরা তাদের জীবনযাত্রার মান পরিবর্তন সহ দেশ উন্নয়নে ভূমিকা রাখে।